মাত্র ২ দিনের ফিজিওথেরপি চিকিৎসায় তীব্র কোমর ব্যথায় কস্ট পাওয়া রাজমিস্ত্রী ভাইয়ের মুখে সুস্থতার বাণী

জনাব নুর আলম ভাই গাজীপুরে দীর্ঘদিন ধরে রাজমিস্ত্রী হিসেবে কাজ করেন। হঠাৎ করে তিনি তীব্র কোমর ব্যথায় নড়তে পারছিলেন না। হাটতে চলতে উনার প্রচণ্ড ব্যথা হওয়ায় কাজ করতে তো দূরের কথা ঠিকমতো ঘুমাতেও পারছিলেন না।
আমাদের চেম্বারে আসার পর Saiful Islam স্যার এসেসমেন্ট করে দেখলেন উনার Lumbar Disc এ কিছু Dysfunction দেখা দিয়েছে। যার ফলে তীব্র Muscle Spasm ও পায়ের দিকে Radiculopathy শুরু হয়ে গেছে। ব্যথায় যে কোন মুভমেন্টেই সমস্যা হচ্ছিলো।
এরপর স্যারের পরামর্শ মতো আমি ম্যানুয়াল ফিজিওথেরাপি দেয়া শুরু করি। ব্যথার কারণে উনাকে এক্সারসাইজ করাতে খুব কস্ট হচ্ছিলো প্রথম দিন। আমি উনাকে পজিশনিং করিয়ে Dry Needling করে দেয়ার পর উনার Muscle গুলো কিছুটা রিল্যাক্স হয়। এরপএ ধাপে ধাপে উনাকে MFR, DTFM, Rotational Stretching, Back Extension, Mobilization, Manipulation সহ ইলেক্ট্রোথেরাপি হিসেবে TENS এপ্লাই করি। আস্তে আস্তে উনি ভাল অনুভব করা শুরু করলেন।
এরপর ২য় দিন ট্রিটমেন্ট নেয়ার পর একদিন দেখলাম তিনি উনার একজন সহকর্মীকে নিয়ে আসলেন আমাদের কাছে দেখানোর জন্য উনারও নাকি একই সমস্যা।
আর নুর আলম ভাইয়ের কথা জিজ্ঞাসা করতেই তিনি বলেন, ভাই আপনার ট্রিটমেন্ট আমার খুব উপকারে আসছে। আমি এখন আগের চেয়ে অনেক সুস্থ। আল্লাহর রহমতে আমার তেমন কোন সমস্যা নাই এখন। আপনার কথামতো এক্সারসাইজ ও নিয়ম মেনে চলতেছি। ইনশাআল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
কথাটা শুনে আমি অনেকটা সারপ্রাইজড হলাম। আমি ভাবিনি তিনি এত তাড়াতাড়ি উন্নতি করবেন। কিন্তু আল্লাহর রহমতে তিনি খুব দ্রুত সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন।
এ রকম স্বল্প আয়ের মানুষগুলোকে আন্তরিকতা দিয়ে চিকিৎসা দিতে খুবই ভাল লাগে। আমার উছিলায় যদি উনারা বড় রকমের বিপদ থেকে ফিরে আসে, সত্যিই খুব ভাললাগা কাজ করে।
সবাই রোগি এবং আমার জন্য দোয়া করবেন। এভাবে যেন নিজের সেরাটুকু দিয়ে সেবা দিয়ে যেতে পারি।
Share This :

Leave a Reply