জনাব কামাল ভাই, তিনি আমাদের একজন সম্মানিত রোগির ড্রাইভিং এর দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন ধরে। অনেকদিন যাবৎ উনার কোমর ও ঘাড়ব্যথা সহ হাতে ও পায়ে ঝিন ঝিন ব্যথা অনুভব হওয়ায় তিনি বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছিলেন। কিন্তু আশানুরূপ ফলাফল না পাওয়ায় এহসান সাহেব কে বলেন, উল্লেখ্য যে এহসান সাহেব আমাদের একজন সম্মানিত রোগি ছিলেন, তিনি ব্যথায় প্রায় পঙ্গু হয়ে যাওয়ার অবস্থা থেকে আমাদের চিকিৎসায় ভাল হলেন।
কামাল ভাইকে তিনি আমাদের কাছে পাঠালেন, আমাদের Saiful Islam স্যার কামাল ভাইকে এসেসমেন্ট করে আমার উপর দায়িত্ব দিলেন উনাকে চিকিৎসা দেয়ার। আমি উনাকে প্রথম দিন চিকিৎসা দিয়ে বুঝলাম উনার Lumbar Disc এ Prolapse সহ Cervical Disc গুলোতেও অনেক বেশি Protrution হয়ে রয়েছে। সেই সাথে Radiculopathy আছে দুই সাইডেই। ব্যথার কারণে সোজাভাবে হাটতেও পারতেন না।
পরে আমরা উনাকে ধাপে ধাপে বেশ কিছু স্পেসিফিক ম্যাকানিকাল কারেকশন এডভাইজ করি, পাশাপাশি উনাকে ম্যানুয়াল ফিজিওথেরাপি চিকিৎসা দেই এবং কিছু লাইফস্টাইল ফলো করতে বলি। উনার জব এর জন্য উনি যদিও নিয়মিত আসেননি, তারপরও তিনি সপ্তাহে ২-৩ সেশন চিকিৎসা নিতেন।
আমি উনাকে Back Extension, Mobilization, Stretching, Strengthening, Manipulation, MFR, Pelvic/Cervical Traction, MWM, Neural Stretching সহ ইত্যাদি চিকিৎসা ধাপে ধাপে অবস্থা বুঝে দিতে থাকি।
আজ উনাকে জিজ্ঞেস করলাম আপনি কতদিন আসছেন? উনি আমাকে উত্তর দিলেন মাত্র ৯দিন। উনার ব্যথা নাকি এখন আর পায়ে ও হাতের দিকে খুব একটা আসে না। আগের চেয়ে অনেক ভাল আছেন।
এরপরও আমি উনাকে ঈদের আগে পর্যন্ত নিয়মিত রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি নিতে পরামর্শ দিয়েছি যেন ব্যথা আর ফিরে না আসে।
আল্লাহর রহমতে কামাল ভাই অনেকটাই সুস্থতা অনুভব করেছেন বলে আমাকে জানান। এছাড়া উনাকে বেশ কয়েকজন চিকিৎসক যাঁরা অপারেশন এর পরামর্শ দিয়েছিলেন, তাঁরাও কামাল ভাইয়ের উন্নতিতে অবাক হন, এবং চিকিৎসার প্রশংসা করেন।
আমাদের পেশায় হাজারো প্রতিবন্ধকতা ও সমস্যার মাঝে এ রকম রোগিদের সন্তুষ্টি দেখে নিজের আত্মাকে সান্তনা দিতে পারি। নিজের কাজকে তখন অনেক বড় কিছু মনে হয়।
সবার সুস্থতা ও শুভকামনা করি। সবাই ভাল থাকবেন, নিরাপদে থাকবেন, ব্যথামুক্ত শান্তিতে থাকবেন সেই কামনা করি।
ধন্যবাদ।
– ইমন চৌধুরী।