অনেকের কাছে বছরটি অনেক বিষাদময়,
অনেক কস্টের একটি বছর,
অনেক ত্যাগের একটি বছর,
অনেক শিক্ষার একটি বছর,
নিজেদের শুধরে নেয়ার একটি বছর
পৃথিবীর সব লোভ ছেড়ে একটু মানবিক হবার বছর…..
আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমতে এখনো সুস্থভাবে বেঁচে আছি। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে, সেটা উপলব্ধি করার একটি বছর ছিল ২০২০ সাল।
আমার কাছে অন্যতম স্বরণীয় একটি বছর… আমার জীবনে অনেক বড় কিছু শিক্ষা ও অন্য রকম অভিজ্ঞতার একটি বছর।
লাভ লোকশানের যদি হিসেব করি, তবে আমার জন্য অনেক কিছু প্রাপ্তির একটি বছর..
অনেক স্বপ্ন নিয়ে বছরটি শুরু করলেও করোনার থাবা স্তব্ধ করে দেয়া আমাদের সবাইকে।
লকডাউনে থেকে সবার স্বপ্নগুলো যেন অনিশ্চয়তার চাদরে মলিন হয়ে যাচ্ছিলো….
লকডাউনের সময়গুলোতে অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ হবার পর, ঘরে থেকে অনলাইনে বিভিন্ন কাজ করতাম, পরিবারকে সময় দিতাম, অনলাইন কোর্স করতাম, সচেতনতামূলক কাজ করতাম।
চেম্বার ও আব্বুর কাজ বন্ধ হয়ে যাবার পর আমি শুরু করলাম অনলাইনে বইয়ের ব্যাবসা, ব্যাবসার জন্য কখনো সেলসম্যান, কখনো কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, কখনো ডেলিভারিম্যান ইত্যাদি সেজেছি…. আলহামদুলিল্লাহ অনেকটা সফল হয়েছি। দুঃসময়ের দিনগুলোতে অন্তত বড় ধরণের ঋণের বোঝা সামলাতে হয়নি।
শত অনিশ্চয়তার মধ্যে ঘরে বসে থেকেও আমি বসে থাকিনি, ডিপ্রেশন নামক শব্দটি আমাকে অন্য সবার মতো স্পর্শ করলেও আমাকে কাবু করতে পারেনি।
আমি আমার সবটুকু দিয়েও আশায় বুক বেঁধে ছিলাম, আল্লাহ আমাকে নিরাশ করেনি।। আমি হয়তো জিতেছি, না হয় কিছু শিখেছি।
লকডাউনে আল্লাহর রহমতে রক্তদান করেও মানুষের পাশে থাকতে পেরেছি। পুরো বছরে ৩বারই সুস্থ থেকে রক্তদান করেছি।
দু’মাস বন্ধ থাকার পর অফিস খোলার পর জীবনের ঝুকি নিয়েও কাজ করা শুরু করি। আল্লাহর রহমতে সুস্থ থেকে অনেক রোগিদের মানসম্মত ফিজিওথেরাপি সেবা দিতে পেরেছি। অনেকেই সুস্থ হয়ে অনেক অনেক দোয়া করেছেন। তাদের দোয়া ও ভালবাসাই আমার অনুপ্রেরণা।
মধ্যবিত্ত পরিবারের ছেলেদের জীবনের ভয় করতে নেই! হয় করোনায় মরতে হবে, তা না হলে না খেয়ে মরতে হবে, ঋণের জালে পেচিয়ে ডিপ্রেশনে মরতে হবে, লজ্জায় কারো কাছে তো কিছু চাওয়াও মুশকিল মধ্যবিত্তদের।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ! ! !
আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া…. জীবন অনেক সুন্দর! আল্লাহ আমাদের এখনো সুস্থভাবে তা উপভোগ করার সুযোগ দিয়েছেন।
হে আল্লাহ আমাদের তুমি মাফ করে দাও।
আমরা আরো কিছুদিন বেঁচে থেকে তোমার শুকরিয়া আর কিছু মানুষের উপকার করে শান্তিতে মরতে চাই….
আমিন……….