জনাব Jowel Pathan ভাই, একজন বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজকর্মী। সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের কাছে এসেছেন চিকিৎসার জন্য। তিনি দীর্ঘদিন যাবত প্রচণ্ড ঘাড় ও হাতে ব্যথায় ভুগছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে তিনি গিয়েছিলেন উনার সমস্যা নিয়ে, কিন্তু উনারা বিভিন্ন ব্যথানাশক ওষুধ সহ অনেক শক্তিশালী ব্যথানাশক ইনজেকশন প্রয়োগ করেছিলেন। শেষ পর্যন্ত চিকিৎসকগণ উনাকে সার্জারি করার জন্য প্রস্তুতি নিতে বলেন। অবশেষে জুয়েল ভাই ১৫দিনের বেড রেস্টে থেকে সার্জারি করার মানসিক প্রস্তুতি নিচ্ছিলেন।
একসময় উনার একজন রিলেটিভ এর পরামর্শে উনি আমাদের ভিশন ফিজিওথেরাপি সেন্টারে আসেন ফিজিওথেরাপি দিয়ে একটি শেষ চেস্টা করে দেখার জন্য। আমাদের চেয়ারম্যান Saiful Islam স্যার উনাকে ভাল করে এসেসমেন্ট করে দেখলেন, উনার ঘাড়ে C5-6-7 কশেরুকার মধ্যবর্তী ডিস্কে সিরিয়াস লেভেলের Prolapse রয়েছে। তাছাড়া উনার ঘাড় থেকে ব্যথা Radiate হয়ে বাম হাতের দিকে চলে যাচ্ছে। উনি ব্যথার কারণে ঠিকমতো হাত নাড়াতে পারতেন না, রাতে ঘুমাতে পারতেন না, ঘাড় কোনদিকে ঘুরাতেও পারতেন না।
পরবর্তীতে আমাদের স্যারের নির্দেশনায় আমি এবং আমাদের সিনিয়র ফিজিওথেরাপিস্ট Sourav Rahman ও Abdullah Alif সহ আমরা শুরু করি চিকিৎসা। শুরুতে উনার ঘাড়ে হাত দিতেই উনি ব্যথায় চিৎকার শুরু করতেন। আমরা আস্তে আস্তে উনার পজিশনিং করে বিভিন্ন আধুনিক ম্যানুয়াল ফিজিওথেরাপি টেকনিক (MFR, ROM Ex, Mobilization, Manipulation, Stretching, Strenthening, PA Gliding, Dry Needling) ইত্যাদি এর মাধ্যমে চিকিৎসা করতে থাকি।
আস্তে আস্তে সপ্তাহ খানেক পর উনার ব্যথা অনেকখানি কমে আসে। এরপর আরো কিছুদিন যাওয়ার পর ১৪দিনের মাথায় উনি প্রায় ৯০% সুস্থতা অনুভব করছেন বলে আমাদেএ জানান।
জুয়েল ভাইয়ের সার্জারি ছাড়াই এ রকম উন্নতি হওয়ায় উনি আমাদের ভিশন ফিজিওথেরাপি সেন্টারের সকল ফিজিওথেরাপিস্ট দের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ব্যথার চিকিৎসায় ফিজিওথেরাপি সবচেয়ে কার্যকরী চিকিৎসা। তিনি আমাদের পেশার সকলের মঙ্গল কামনা করেন।
পরিশেষে সবাইকে বলতে চাই, ব্যথার সমস্যায় বিভিন্ন জায়গায় ছুটাছুটি না করে প্রথমেই একজন ফিজিওথেরাপি চিকিৎসক এর পরামর্শে চিকিৎসা নিন, সুস্থ থাকুন।