৯০+ বয়সেও ফিজিওথেরাপি সেবা নিয়ে সচল আছেন জনাব আব্দুল লতিফ

জনাব আব্দুল লতিফ, উনি উত্তরার একজন স্থায়ী বাসিন্দা। উনার ছেলে ৫২নং ওয়ার্ডের কাউন্সিলর। ৯ ছেলেমেয়ে নিয়ে উনার সুখী সংসার।

কিন্তু বেশ কিছুদিন ধরে মেরুদণ্ডের ও কোমর ব্যথায় ভুগছিলেন। কোমর থেকে নার্ভের ব্যথা পায়ের দিকে চলে যাওয়ায় হাটতে অসুবিধা হচ্ছিলো।

এরপর তিনি আমাদের কাছে আসার পর আমরা এসেসমেন্ট করে দেখলাম, উনার সম্পূর্ণ মেরুদণ্ডে Degeneration (বাত/ক্ষয়) রয়েছে, পাশাপাশি Lumbar Disc গুলোতেও Prolapse রয়েছে।

উনাকে চিকিৎসা দেয়ার অল্প কিছুদিনের মধ্যে তিনি আগের চেয়ে ভাল অনুভব করা শুরু করেন। আমরা উনাকে Mobilization, MFR, DTFM, Stretching, Strengthening, Posture Coreection ইত্যাদির মাধ্যমে চিকিৎসা দেয়ার ফলে তিনি আস্তে আস্তে অনেকটা ভাল অনুভব করেন।
আমাদের সাথে নিয়মিত ফলোআপ এ থাকার ফলে তিনি এখন লাঠি ছাড়াই ভালভাবে হাটতে পারেন।

আমরা উনার সুস্বাস্থ্য কমনা করি। আশা করি উনি আরো সচল ও ভাল থাকবেন।

বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ফিজিওথেরাপি একটি পরীক্ষিত ও কার্যকরী চিকিৎসা।
আপনার পরিবারের প্রবীণদের সুস্থতায় নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসক এর পরামর্শ নিতে পারেন।

Share This :

Leave a Reply